Table এর কোড তৈরির ওয়েবসাইট 👉 এখানে ক্লিক করুন
ক্রমিক সংখ্যা | বিষয় | জনপদ | মহাজনপদ |
---|---|---|---|
১) | সময়কাল | প্রাচীন আর্য উপজাতিদের বাসভুমিকে জন বলা হয়। এগুলোই খ্রিষ্টপুর্ব ১০০০-৬০০ অব্দের মধ্যে জনপদে পরিণত হয়। | খ্রিস্টপুর্ব ষষ্ঠ শতাব্দীর (৬০০) পরবর্তীকালে মহাজনপদগুলো গড়ে ওঠে। |
২) | উদ্ভবের কারণ | লোহার ব্যবহার ও কৃষির বিকাশের সাথে সাথে জনপদগুলোর বিকাশ ঘটে। | জনপদগুলোর মধ্যে ধারাবাহিক সংঘর্ষ ও একাধিক জনপদের পারস্পরিক সংযুক্তির মাধ্যে মহাজনপদের উদ্ভব হয়। |
৩) | আয়তন ও জনসংখ্যা | এদের আয়তন ছিল ক্ষুদ্রাকার ও জনসংখ্যা ছিল খুবই অল্প। গ্রিসের নগররাষ্ট্রের সঙ্গে তুলনা করা যায়। | এদের আকৃতি অপেক্ষাকৃত বৃহৎ এবং জনসংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেশি। |
৪) | সম্পদ | জনপদের প্রধান সম্পদ ছিল গবাদি পশু | মহাজনপদ সৃষ্টির পর কৃষির ব্যপক বিকাশ ঘটলে গরুর পাশাপাশি কৃষিজমি ও কৃষিপণ্য সম্পদ হিসাবে গুরুত্বপুর্ণ হয়ে ওঠে। |
৫) | রাজনৈতিক চেতনা | জনপদগুলোর মানুষের রাজনৈতিক চেতনা ছিল যথেষ্ট কম। গোষ্ঠীবদ্ধ সমাজজীবন ছিল জনপদের প্রধান বৈশিষ্ট্য। | মহাজনপদগুলোর উৎপত্তি ও বিকাশের সাথে সাথে মানুষের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। ফলে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। |
৬) | কর ব্যবস্থা | এই সময় কোনো সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে ওঠেনি। অর্থাৎ কর দেওয়া বাধ্যতামূলক ছিল না। | এই সময় রাজনৈতিক চেতনা বৃদ্ধির পাশাপাশি কর ব্যবস্থা বাধ্যতামূলক হয়ে ওঠে। |
৭) | শাসকের ক্ষমতা | ক্ষুদ্রায়তন হওয়ায় জনপদের শাসক(‘জনপদিন’)-এর ক্ষমতা ছিল সীমিত। | আকারে বড় হওয়ায় সুনির্দিষ্ট কর ব্যবস্থা থাকায় শাসকের ক্ষমতা ছিল অপেক্ষাকৃত বেশি। |
৮) | শেষ পরিণতি | জনপদগুলোর সংযুক্তির কারণে মহাজনপদ গড়ে ওঠে। | মহাজনপদগুলোর সংযুক্তির ফলে সাম্রাজ্যের উত্থান ঘটে। |
Comments
Post a Comment